Instructory (Paid)

WordPress Theme Development with Projects

  • Published: October 14, 2021
  • Updated: October 14, 2021

ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট উইথ প্রজেক্টস — বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় সিএমএস হচ্ছে ওয়ার্ডপ্রেস। অনেক দিন ধরে ওয়েবসাইট তৈরির অন্যতম মাধ্যম হচ্ছে ওয়ার্ডপ্রেস। এর সাহাজ্জে আপনি কোন ধরনের কোডিং জ্ঞান ছাড়াই সহজেই বিভিন্ন থিম ও প্লাগিন্স ব্যাবহার করে অনেক আকর্ষণীয় ওয়েবসাইট তৈরি করতে পারবেন 🙂

৪৫০ মিলিয়নের বেশি ওয়েবসাইট ইতিমধ্যে তৈরি হয়ে গেছে ওয়ার্ডপ্রেস এর সাহায্যে। ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট কি? === আপনি ওয়েব বেসড যাই তৈরি করেন না কেনও, আপনাকে শুরু করতে হবে এইচটিএমএল ও সিএসএস দিয়ে।

যেহেতু ওয়ার্ডপ্রেস তৈরি করার জন্য পিএইচপি প্রোগ্রামিং ভাষা ব্যাবহার করা হয়েছে তাই সরাসরি এইচটিএমএল ও সিএসএস আমরা ওয়ার্ডপ্রেস এ লিখতে পারবো না।

ধরুন, ইউরোপ বা আমেরিকায় সবাই ইংলিশে কথা বলে। এখন যদি আমরা গিয়ে বাংলা ভাষায় কথা বলি তাহলে কেউ বুঝবে? নিশ্চয়ই না। এই জন্য আমাদের বাংলাকে ইংলিশে রূপান্তর করে ওদের বুঝাতে হবে 🙂

সহজ কথায় ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট হচ্ছে এইচটিএমএল সিএসএস দিয়ে তৈরি একটা সাইটকে ওয়ার্ডপ্রেস এর ভাষায় রূপান্তর করা 🙂

Features
nrolled:1035
Lectures:270
Video:68:58:18
Level:All levels
Ratings:(5.0) 65
Languages:Bangla (Bangladesh)
Enroll Now